কুমিল্লার হোমনা উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব সরকারকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রোববার সকাল দশটায় ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর মাঠে প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের ও পুলিশের এসআই সবিরুল ইসলামের নেতৃত্বে বিউগল বাজিয়ে পুলিশের একটি দল রাষ্ট্রীয়ভাবে সশস্ত্র অভিবাদন ও কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার রাত দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মোতালেব সরকার দড়িচর দুর্গাপুর গ্ৰামের মরহুম আবদুর রহমানের ছেলে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সহ- সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ২ ভাইসহ আত্মীয়-স্বজন, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার সকাল দশটায় উপজেলার দড়িচর মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবা ও বড় ভাইয়ের কবরের পাশে বীর সেনানীকে দাফন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের সাধারণ মুসল্লি তার জানাজায় শরিক হন।