রংপুরের পীরগাছা উপজেলার একটি গ্রামকে স্মার্ট ফামিং মডেল ভিলেজ গঠনের লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা কৃষি অফিস হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসএএফ বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মাহবুবার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, এসএএফ বাংলাদেশ এর ডিরেক্টর-লাইভলিহুড এ- ইকোনোমিক গ্রোথ আশরাফুল আলম প্রধান, এসএএফ বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ (বামনডাঙ্গা) গ্রামকে কৃষিতে মডেল করার লক্ষে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের অর্থায়নে পাইলট প্রকল্প হিসেবে এসএএফ বাংলাদেশ এটি বাস্তবায়ন করছে। ওই গ্রামের ৪৬০টি পরিবারকে কৃষিতে স্বনির্ভর করে তুলতে সংস্থাটি হাইব্রীড সোলার পাম্প স্থাপন, ধান কাটা ও মাড়াই মেশিন, জমি চাষের জন্য ট্রাক্টর ও সেচ পাম্পসহ নানা কৃষি সরঞ্জাম প্রদান করে। এছাড়াও যুবক-কিশোর-কিশোরী, গরীব পরিবারগুলোতে বাছাই করে নানামূখী কার্যক্রমের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার কথা জানান প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন। স্মার্ট ফামিং মডেল ভিলেজ গঠনে টুল বক্স ও এসওপি এর মূল্যায়নের উপর দিনব্যাপী কর্মশালায় গুরুত্ব আরোপ করেন কনসালন্টেন ডঃ শামসুজ্জামান। এতে সিওই কমিটির ২৫ জন সদস্য অংশ নেন।