পাবনার চাটমোহর থানা পুলিশ গত শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হলেন,উপজেলার বিলচলন ইউনিয়নের দোদারিয়া গ্রামের কোরবান আলীর ছেলে মুস্তাকিম আহমেদ (২৭)।
পুলিশ জানায়,থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলমের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোস্তফা,এএসআই রাশেদুল ও এএসআই শাকিল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোটগুয়াখড়া হাফিজিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে মুস্তাকিমকে গ্রেপ্তার করেন৷ এ সময় তার দেহ তল্লাশী করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান,এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার (২০ অক্টোবর) মাদক ব্যবসায়ী মুস্তাকিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।