এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন ব্যক্তি চিকিৎসাধীন আছেন। এ ছাড়া রোববার (২০ অক্টোবর) জ্বরে আক্রান্ত ৬ জনের ডেঙ্গু পরীক্ষা করে ২ জনের দেহে ডেঙ্গুর জীবানু পাওয়া গেছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প, কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান,৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত এক সপ্তাহে অন্ততঃ ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে। আক্রান্তরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তবে চাটমোহরে ডেঙ্গু আক্রান্ত কোন রোগি মারা যাননি বলে জানান এই কর্মকর্তা।