মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার শাখা নদীতে ইঞ্জিনচালিত জেলে নৌকার ধাক্কায় নদীতে পরে অপর একটি ট্রলারের যাত্রী বিএনপি নেতা নিহত হয়েছেন।
নিহত আবদুর রহমান সরদার (৩৫) উপজেলার চর মেমানিয়া গ্রামের বাসিন্দা ও মেমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত আবদুর রাজ্জাক সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল।
রোববার সকালে হিজলা নৌ-পুলিশের পরিদর্শক ওয়াহিদুল ইসলাম বলেন, চর মেমানিয়া থেকে শনিবার সন্ধ্যায় ইঞ্জিনচালিত ট্রলারে বড়জালিয়ায় আসতে ছিলো বিএনপি নেতা আবদুর রহমান। এ সময় একটি মাছ ধরার ইঞ্জিনচালিত জেলে নৌকা প্রশাসনের ধাওয়ায় পালাতে গিয়ে যাত্রীবাহি ট্রলারকে ধাক্কা দেয়। এতে আবদুর রহমান নদীতে পরে যায়। এছাড়াও ট্রলারের যাত্রী মাহাতাব সিকদার, বোরহান ও আমিনুল মুন্সি আহত হন। পরে ট্রলারের অন্যান্য যাত্রীরা নদী থেকে বিএনপি নেতাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আবদুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।