ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখার মাধ্যমিক ইসলামি শিক্ষক পরিষদের (মাইশিপ) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার গফরগাঁও ইউনিক সাকসেক একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা শাখার মাইশিপের সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা মাইশিপের সভাপতি কাজী আলহাজ্ব মাওঃ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা মাইশিপের সভাপতি শহীদ সারওয়ার ও ময়মনসিংহ জেলা প্রচার সম্পাদক মাহমুদুল হাসান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা শাখার মাইশিপের সহ-সভাপতি কাজী মোঃ আবদুল কাদির, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সমাজ কল্যাণ সম্পাদক সোহায়েল মাহমুদ ও সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন সোহেল প্রমুখ।