পটুয়াখালীর কলাপাড়ার সিক্সলেন সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় চলন্ত অটোরিকশা উল্টে আহত সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছে।
শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছে তার বড় ভাই মজিবর রহমান।
নিহতের স্বজনরা জানান, গত ১৫ অক্টোবর দুপুরে আমতলীর বান্দ্রা থেকে অটোরিকশা যোগে কলাপাড়া আসার পথে সিক্সলেন সড়কে যাত্রীবাহী বাস রুদ্র তূর্য সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আট যাত্রী আহত হয়। গুরুতর আহত হয় রফিকুল ইসলাম। তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে ওইদিনই তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু বরিশাল মেডিকেলে তার অবস্থার উন্নতি না হলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় শনিবার রাতে রফিকুল ইসলাম মারা যায়।
কলাপাড়া থানা পুলিশ জানায়, সড়ক দূর্ঘটনার ঘটনায় রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।