ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা করেছেন জেলা দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ্ খান।
গত শনিবার বিকেলে গফরগাঁও উপজেলার চরশাঁখচূড়া গ্রামে নিজ বাসভবনে বিএনপি নেতার এই সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দলকে সুসংগঠিত করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়কালে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অ্যাডভোকেট আল ফাতাহ্ খান।
মতবিনিময় অনুষ্ঠানে পাগলা থানার আটটি ইউনিয়নের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।