উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ উৎপাদনের খ্যাত পাবনার সুজানগরে আগাম পেঁয়াজ (মূলকাটা) আবাদের ধুম পড়েছে। উপজেলার বড় ও প্রান্তিক থেকে শুরু করে সকল পর্যায়ের কৃষক এখন মূলকাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে ১৬‘শ ৫০হেক্টর জমিতে আগাম (মূলকাটা) পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু গত বছর মূলকাটা পেঁয়াজের বাজার ভাল হওয়ায় এ বছর আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উপণ্ডসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম জানান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এবার মূলকাটা পেঁয়াজ আবাদ দেরিতে শুরু হয়েছে। উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক কামরুজ্জামান বলেন মূলকাটা পেঁয়াজ আবাদের উপযুক্ত সময় অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে। কিন্তু এ বছর অতি বৃষ্টির কারণে দ্বিতীয় সপ্তাহ থেকে আবাদ শুরু করতে হয়েছে। ইতোমধ্যে চরাঞ্চলের অধিকাংশ উঁচু জমিতে মূলকাটা পেঁয়াজ আবাদ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে নিচু জমিতে মূলকাটা পেঁয়াজ আবাদ। আগামী ১০/১২দিনের মধ্যে সকল পর্যায়ের জমিতে মূলকাটা পেঁয়াজ আবাদ সম্পন্ন হবে কৃষক কামরুজ্জামান জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম বলেন বর্তমানে পেঁয়াজের বাজার কিছুটা চড়া। তবে আগামী জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে চরাঞ্চলের জমিতে আবাদ করা জমির মূলকাটা পেঁয়াজ বাজারে উঠা শুরু হবে। এ সময় দাম স্বাভাবিক হয়ে যাবে।