হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা সহ মহিলা পাঁচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়া ওই এলাকায় অভিযান চালিয়ে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পশ্চিম হাওড়া মুন্সী বাড়ীর মৃত শাহজালালের মেয়ে মোছাঃ শারমিন আক্তার ( ৩০ )কে আটক করে তার কাছে রক্ষিত লাগিস তল্লাশী করে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে সোমবার সকালে কোটে প্রেরন করা হয়েছে।