নেত্রকোনার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে একটি ভারতীয় মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নাজিরপুর ইউনিয়নের গাখাজোড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মো. ইমরান হোসন ও লেংগুরা ইউনিয়নের জহলাল হাজং এর ছেলে বিমল হাজং। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে নেত্রকোনার দায়িত্ব প্রাপ্ত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে শুক্রবার সন্ধায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাম্পের মোড় এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে ভারতীয় ণধসধযধ জ১৫ মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। মেজর জিসান আরও বলেন, আটককৃত ব্যক্তিদের ও মোটরসাইকেলটি কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম চলমান থাকবে।