জামালপুরের বকশিগঞ্জে বিয়ে বাড়ীতে চাঁদা দাবী করেছেন একই এলাকার বাসিন্দা সমন্বয়ক পরিচয়ধারি শাহরিয়ার সুমন। বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের খা পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। শাহরিয়ার সুমন জামালপুরের গন অধিকার পরিষদের সহসভাপতি ও বকশিগঞ্জ ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচয় বহন করে আসছে। জানা গেছে মেরুরচরের খা পাড়ায় দুই পরিবারের সম্মতি ক্রমে বিবাহের প্রস্তুতি চলে, এ সময় শাহরিয়ার সুমন তার সহযোগী বেশ কিছু কর্মী নিয়ে বিয়ে বাড়ীতে হাজির হয়। একপর্যায়ে তারা এক লাখ টাকা চাঁদা দাবী করে, না দিলে এই বিবাহ বাল্যকে বাল্য বিবাহ হিসেবে চালিয়ে দিবে এবং প্রশাসনকে ফোন দিয়ে ধরিয়ে দিবে বলে তাদের কে হুমকি দেয়,এবং আরো বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়, এনিয়ে দর কষাকষির একপর্যায়ে সুমনের হাতে ৬ হাজার টাকা তুলে দেয় কনে পক্ষ। শাহরিয়ার সুমন তাতে অস্বীকৃতি জানায় এবং বলে পোলাপানদের বিদায় করতে হলে ৩০ হাজার লাগবে, শাহরিয়ার সুমন একই এলাকার সোনা মিয়ার ছেলে। এ সময় কনের বড় ভাই বকশিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ফোন দেয়,এবং ঘটনাস্থলে সমন্বয়ক রাশেদুজ্জামান রাজু,সাদ সহ ৬/৭ জন বিয়ে বাড়ীতে উপস্থিত হন। সে সময় সমন্বয়কদের উপস্থিতি লক্ষ করে একটি মোটর সাইকেল ফেলেই পালিয়ে যায় ওই ,সমন্বয়ক পরিচয়দানকারী চাঁদাবাজরা। তাদের পালিয়ে যেতে সহায়তা করেন শাহরিয়ার সুমন,তখন এলাকাবাসীর তোপের মুখে পরে সুমন।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যেই বিয়ে বাড়ী ত্যাগ করে শাহরিয়ার সুমনও পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি, সমন্বয়ক পরিচয়দানকারি শাহরিয়ার সুমনকে গ্রেপ্তার করতে হবে।