ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশের এক কোটি পরিবার কার্ডধারীদের মধ্যে এই পণ্য বিক্রি করবে সংস্থাটি। আজ কিশোরগঞ্জ। পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। কথা হয় পৌরসভার ৭নং ওয়ার্ডের একরামপুর রেললাইন এর পুর্ব পার্শ্বে সিএনজি স্টেশন সংলগ্ন ফারদিন এন্টার প্রাইজ এর সত্তাধিকারী এম এ সালাম ও ট্যাগ অফিসার সদরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃসিদ্দিকুর রহমানের সাথে। তারা জানান এ দফায় পরিবারের কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা দরে বিক্রি করছে টিসিবি। টিসিবি জানিয়েছে,সিটি ও পৌরসভা জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারা দেশে পরিবেশকরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করছেন।