দেবহাটায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ অক্টোবর দিনব্যাপী দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত দেবহাটা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের মধ্যে ফাইনাল খেলা ৫ ও ৬ নং ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনালে ৫ নং ওয়ার্ড টাইব্রেকারে জয়লাভ করে। শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর দেবহাটা ইউনিয়নের টিম সদস্য ফয়েজুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক, ওলামা পরিষদের ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, দেবহাটা ইউনিয়নের ভিডিএফ সেক্রেটারি শেখ রেজওয়ান আলী, দেবহাটা ইউনিয়ন টিম সদস্য আবদুল হালিম, সমাজসেবক শফিকুল ইসলাম, যুব বিভাগের থানা সেক্রেটারি ইয়াছিন আরাফাত লিপু, ইউনিযর যুব জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি আফাকুল হাসান প্রমুখ। খেলা পরিচালনা করেন রেফারি ফারুক হোসেন। তাকে সহযোগীতা করেন জাকির হোসেন, নাজির হোসেন ও রিংকু হোসেন। খেলায় ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মিজানুর রহমান।