সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাক আহমেদের সাথে বীরমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীরমুক্তিযোদ্ধা আবদুল হান্নান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বিআরডিবি’র সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা জি এম আবদুল গফুর। এ সময় জেলা প্রশাসক বলেন, ৫৩বছর পরেও স্বাধীনতাকে খুঁজছি। আমরা কি স্বাধীনতা পেয়েছি। আমরা রাজনীতিকে নষ্ট করেছি, আমরা স্বাস্থ্য, শিক্ষা সব কিছুই নষ্ট করেছি। নিজেদের স্বার্থের জন্য রাষ্ট্রের স্বার্থকে শেষ করে দিয়েছি। যারাই জনগণের স্বার্থের বাইরে কাজ করেছে তারাই সমস্যায় পড়েছে। জনগণের স্বার্থের বাইরে কোন কাজ করা যাবে না। রাষ্ট্র এবং জনগণের জন্যই আমাদের কাজ করতে হবে।