সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমাণের লক্ষে ও তারেক রহমানের ৩১দফা জনগণের মাঝে প্রচারের নিমির্তে শনিবার(১৯অক্টোবর) বিকালে কুড়িগ্রামের রাজারহাটে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসেছেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন যুবদলের রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদলের কুড়িগ্রাম জেলা সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাছিম পারভেজ তারা, জেলা সাংগঠনিক সম্পাদক রজব আলী এবং রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী প্রমূখ। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন রাজারহাট বাজারের এক পথ সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আগামী দিনের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। অপরদিকে ওইদিন সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোঃ ইয়াহিয়া রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হল রুমে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রদলের কোন নেতা-কর্মীর ব্যবহারে সাধারণ মানুষ যেন অসন্তোষ বা বিরুপ মন্তব্য না করে অবশ্যই সেদিকটা খেয়াল রাখতে হবে। দলের কারো বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ পেলে দল দ্রুত সিদ্ধান্ত নিবেন। এরপর তিনি রাজারহাট বাজারের প্রতিটি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে দলীয় প্রতীক ধানের শীষ ও তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ করেছেন।