নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভা হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত এই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন ও সংগঠনের গতিশীলনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়। সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ভিপি শামীম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক ডাহিয়া ইউপি চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার ইউসুফ আলী, সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, শুকাস ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আখতারুজ্জামান বাবুল, ডাহিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, ইটালী ইউনিয়ন বিএনপির সভাপতি নইমুদ্দিন মুন্টু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম খালেকুজ্জামান রনজু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর ইসলাম, কলম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হায়দার রশিদ, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন, চামারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী তারা, লালোর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, ছাতারদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল প্রমূখ।