জয়পুরহাটের পাঁচবিবিতে বর্তমান জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গফুর ও জেলা ছাত্রদলের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ কর্তৃক বিএনপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা, উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে টিএন্ডটি পাড়া সংলগ্ন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ অক্টোবর মঙ্গলবার উপজেলা বিএনপির অফিসে, উপজেলা ও পৌর বিএনপির যৌথ আলোচনা সভা শেষ করে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের দানেজপুরস্থ বাসায় নেতাকর্মীসহ দুপুরে খাবার শেষে চাতালের পার্শ্বে মসজিদে আসলে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গফুর ও জেলা ছাত্র দলের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক শামীমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে মহীপুর হাজী মহসীন সরকারী কালেজ শাখার সদস্য সচিব মাহিন ফেরদাউস সৌহার্দ গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসাপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ হামলায় প্রায় ২০জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে ঐ সন্ত্রাসীরা উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি গত ১৬ অক্টোবর বুধবার দলীয় কার্যলয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। একই সময়ে সেখানে শামীমের লোকজনও একটি প্রতিবাদ সভার আয়োজন করলে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেন। তিনি আরও বলেন, আঃ গফুর ও শামীম এর নেতৃত্বে উপজেলার আওলাই ইউনিয়নে আমাদের বিএনপির নেতাকর্মীর উপরও তারা হামলা চালায় এবং রাতে মোহাম্মদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের অফিসে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি হাসান, রেজভি, মনির, যুব নেতা ইয়াহিয়া মোহন, জাহিদ হাসান ওরফে জাহিনুর এর উপর হামলা চালায়। একই ভাবে আবারো আওলাই ইউনিয়নের চাঁনপাড়ায় উপজেলা বিএনপির কিছু নেতাকর্মীদের একা পেয়ে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় আওলাই ইউনিয়ন বিএনপির সম্পাদক মোহাম্মদ আলীসহ অনেকেই গুরুত্বর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় উপজেলা ও পৌর বিএনপি এ সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও বিচার দাবী করেছে। তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিট আওয়ামী সরকারের পতনের পর আঃ গফুর ও দল থেকে বহিস্কৃত শামীম তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে দলীয় নাম ব্যবহার করে উপজেলার বিভিন্ন হাট, বালুর ঘাট, পুকুর, দোকান, লুটপাট ও দখল করে চাঁদাবাজী শুরু করেছে। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আবদুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহব্বায়কদ্বয় সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম ও উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।