রাজশাহীর বাগমারায় তাহেরপুর জমি কিনে ২৮ বছরে জমির দখল পাঁচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তাহেরপুর পৌরসভায় একটি অভিযোগ দায়ের করেন, মৃত আবদুর রহমানের স্ত্রী মাসাম্মৎ নুরুন্নাহার বেওয়া (লিলি) বাদী হয়ে। উপজেলার তাহেরপুর মৌজার জে এল নম্বর ১৫৩ যার আর এস খতিয়ান নম্বর ৪২৩ ও প্রস্তাবিত খতিয়ান নম্বর ১৬৫ এবং দাগ নম্বর ১৫৯৪ ও ১৫৯৭ আর এস ৪২২ নং খতিয়ান, এর ১৫৯৪ নং দাগের দুই শতক এবং ১৫৯৭ দেড় শতাংশ জমি কিনেন বাদী মোসাম্মৎ নুরুন্নাহার বেওয়া (লিলি) পক্ষান্তরে অপর পক্ষ তাদের নিজ পিতার জমি বলে দখল করে রাখে। সমাধান পেতে তাহেরপুর পৌরসভার সাবেক মেয়রের নিকট অভিযোগ দায়ের করেন। এতে কাজ না হলে জমি উদ্ধারের জন্য ভুক্তভোগি পরিবারটি সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে ধর্না দেয়। তাতে কোনো ফল না পেয়ে একসময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। নাজমুল হোসেন বলেন, কেউ যদি এক শতক কিনেছে সেখানে দখল নিয়ে আছে দেড়শতক, আবার কেউ দুই শতক কিনলেও দখল নিয়ে আছে আড়াই শতক। এমনভাবে জমি একটু একটু করে বেশি দখল থাকায় জমির মিমাংসা হচ্ছে না। আমার আফসোস জমি ক্রয় করে দখল না পেয়েও উল্টো আমার ছোটো ভাই নাসিম হায়দার মামলা পড়েছে। অথচ বিভিন্ন জায়গায় বিষয়টির সুরাহা চাইলে এখনো কেউ মিমাংসা করে দেয়নি। এ বিষয়ে অভিযুক্ত শ্রী সুব্রত দাস (বাবু) বলেন, আমরা কারো জমি জোর-জবরদখল করে রাখিনি। আমরা আমাদের পিতার জমিতেই রয়েছি। এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, এই জমির বিষয়ে আমার কিছু বলার নেই। বিষয়টি ভূমি অফিসের। তাই ভূমি অফিস থেকে যে সিদ্ধান্ত নেওয়া সেটাই হবে। বর্তমানে এসিল্যান্ড নাই সেজন্য বিষয়টি মিমাংসা করে দিতে পারছি না। পরবর্তীতে বিষয়টি নিয়ে দেখা যাবে।