দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতার কারণে অর্থলক্ষাধিক জমির মৎস্য ঘের সবজির আবাদ ও ধান ক্ষেত তলিয়ে গেছে। ফলে এ অঞ্চলের মৎস্য চাষি ও কৃষককুল সর্বশান্ত হয়ে অনাহারে ও অর্ধাহারে দিন কাটাচ্ছে। অপরদিকে ব্যাংক এনজিও বিভিন্ন সমিতি ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নেওয়া কৃষকদের উপর কিস্তি জন্য চাপ সৃষ্টি করছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে বিল ডাকাতিয়া রক্ষা কমিটির পক্ষ থেকে আজ (রোববার) বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসস্টান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। শনিবার বিকালে ফুলতলা আসাদ রফি গ্রন্থগার চত্বরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব আঃ আলিম মোল্যার পরিচালনায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন কমিটির আহ্বায়ক শেখ আবুল বাশার। লিখিত বক্তৃতায় তিনি বিল ডাকাতিয়াকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষনা, বিলের পানি দ্রুত নিষ্কাশণের ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান সমূহকে কৃষি ঋণের সুদ মওকুপ ও ৬ মাসের জন্য কিস্তি আদায় স্থাগিত, কৃষি ও মৎস্য খাতে ক্ষয় ক্ষতির পরিমান নিরুপণ ও দ্রুত ক্ষতি পুরণের ব্যবস্থা এবং আফিলগেট এলাকায় ভৈরব নদের সাথে বিল ডাকাতিয়ার সংযোগ খাল খনন করে বিলের পানি নিষ্কাশণের স্থায়ী ব্যবস্থার দাবি জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিল ডাকাতিয়া রক্ষা কমিটির যুগ্ন আহ্বায়ক মনির হাসান টিটো, শেখ ওবায়দুল্লাহ, মাওঃ সাইফুল হাসান খান, যুগ্ম সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম গাজী ও এনামুল হোসেন পারভেজ, সমন্বয়ক মহিউদ্দিন শেখ, মোঃ ফিরোজ মোড়ল, সদস্য শামসুল আলম খোকন, মোঃ নেছার উদ্দিন, শেখ মনিরুজ্জামান, তাপস কুমার বিশ্বাস, ইব্রাহীম সরদার, মোতাহার হোসেন কিরণ, ইকবল খান, টিটো জমাদ্দার, শেখ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।