রহস্যজনকভাবে নিখোঁজের একদিন পর খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ইয়াসিন (১৫) বানারীপাড়া উপজেলার তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে ও উপজেলার আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মোমিন উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে রহস্যজনকভাবে ইয়াসিন নিখোঁজ হয়। শুক্রবার বিকেলে মাদ্রাসার অদূরে থাকা আউয়ার বাজার সংলগ্ন খালে একটি মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে মরদেহটি ইয়াসিনের বলে শনাক্ত করা হয়।