চাঁদপুরে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের পুরান বাজার পূর্বশ্রীরামদী জুট মিল প্রাঙ্গণের ময়দানে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমার শেষ দিনে আখেরি মুনাজাতে ছিল সর্বস্তরের মানুষের ঢল। মুনাজাত পরিচালনা করেন- ঢাকা কাকরাইল মারকাজের সূরা প্রধান মাওলানা মনির বিন ইউসুফ। মোনাজাতে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, নাজাত, শান্তি, কল্যাণ, ঐক্য, মুক্তি, আত্মশুদ্ধি এবং ইহো ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মুসল্লিরা। ইজতেমায় জেলার ৭ উপজেলাসহ দেশের ও আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, শ্রীলংকা, ফিলিস্তিন, সিঙ্গাপুর, মিশর ও মরক্কোর ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন। এ সময় মুসল্লীরা তাবলিগ-জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য বেশ কয়েকটি তাবলিগ জামাতবদ্ধ হয়ে ইসলামের দাওয়াতি কাজে বের হয়ে যান। শনিবার সকাল থেকে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠে।মুনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। তাবলিগ জামাতের চাঁদপুরের মুরুব্বী হযরত মাওলানা আবদুর রশিদ জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঈমানের ওপর আল্লাহর একত্মবাদ এবং রাসুল পাক (সা. ) এর রেসালাত, আখলাক আখেরাতের আলোচনা করা হয়। তিনি আরো জানান, ইজতেমায় আসা মুসল্লিদের মাধ্যমে প্রায় ২০টির অধিক জামাত তৈরি হয়েছে। তারা দ্বীনের দাওয়াতে দেশের বিভিন্ন এলাকা সফর করবেন।