চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট পশ্চিম লালানগর গ্রামে গভীর রাতে এ খুনের ঘটনা ঘটেছে। এলাকার ত্রাস বারৈয়াঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান (৩২) কলাবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। জানা যায়, গত ১৮ অক্টোবর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান তার পার্শ্ববর্তী গ্রাম পশ্চিম লালানগর দুঃসম্পর্কের এক বোনের বাড়িতে অবস্থান করছেন। এ সংবাদ জানতে পেরে রাত আনুমানিক দেড়টার সময় ২০/৩০ জনের একদল মুখোশ পরিহিত দুর্বৃত্ত বাড়িটি ঘেরাও করে। এ সময় ফিরোজ খান কৌশলে পিছনের দরজা দিয়ে বের হয়ে বাড়ির পাশে জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে রাত ২ টার পর একটি সিএনজি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মুখোশধারী দুর্বৃত্তরা সিএনজি আটক করে তাকে পিটিয়ে ও এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার আত্মীয়স্বজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকু- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীতাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এক ব্যক্তিকে হামলার ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছে ফিরোজ খান নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। খুনের ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করতে আসেনি। যুবলীগ নেতা ফিরোজ খানের বিরুদ্ধে সীতাকু- থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।