মাধবপুর থেকে অপহরনের শিকার ৬শ্রেণীর ছাত্রী ৯দিন পর হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে শনিবার ভোর রাতে উদ্ধার করেছে পুলিশ।এঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড তানভীর মিয়া (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের তত্বাবধায়নে এস আই মুকুল হোসেন একদল পুলিশ সহ হবিগঞ্জ সদর থানার জয়রামপুর গ্রামে তানভীরের বাড়িতে শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে অপহনের শিকার ছাত্রী কে উদ্ধার ও তানভীর কে গ্রেপ্তার করে। ভিকটিম কে ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এবং ২২ধারায় জবানবন্দি গ্রহনের জন্য আদালতে নেয়া হয়েছে। অপর দিকে অপহণের অভিযুক্ত তানভীর কে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানান নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সুমন চন্দ্র দেব মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ব্যাংকে সিকিউরিটি গার্ডে চাকুরী করেন। পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে ৬ শ্রেণীর ছাত্রী।স্কুলে আসা যাওয়ার পথে হবিগঞ্জের জয়রামপুরের বাসিন্দা নোয়াপাড়া বাজারে একটি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড তানভীর মিয়া নানাভাবে উক্তাক্ত ও কুপ্রস্তাব দিত। ১১অক্টোবর রাতে স্কুলছাত্রী কে কৌশনে একটি সিএন জি অটোরিকশা করে তানভীর অপহণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ভিকটিম কে উদ্ধার ও অপহরণকারী কে গ্রেপ্তার করে।