দলীয় প্রধানের বসার জন্য মঞ্চে বিশেষ চেয়ারের ব্যবস্থা করেছিলেন আয়োজকরা। কিন্তু সেই চেয়ারে বসেন নি বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ চেয়ার সরিয়ে বসলেন অন্য অতিথিদের মতো সাধারণ চেয়ারেই। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের হেফজুল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে এ ঘটনা ঘটে। পরে প্রধান অতিথির বক্তৃতার সময় বিষয়টি পরিস্কার করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। এখানে এসেই দেখলাম একটি চেয়ার একটু উঁচু। এখন সারাদেশে চলছে বৈষম্যবিরোধী আন্দোলন। আর এই স্টেজেও বৈষম্য, এটা মানা যায়? আয়োজকদের বলার পর তারা এটা সরিয়ে নিয়ে বৈষম্য মিটিয়ে নিয়েছে। জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা নিজেরা কোন বৈষম্য করবো না। কোথাও কোন বৈষম্যও মেনে নেব না।