ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবী জানিয়েছে বৈষমবিরেধী ছাত্র আন্দোলনের একদফা ঘোষক কেন্দ্রীয় সমম্বার আবদুল হান্নান মাসুদ। তিনি শনিবার দুপুরে সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৭১’র স্বাধীনতা যুদ্ধ কারো একক নেতৃত্বে আসেনী, এখানে মাওলানা ভাসানী ,মেজর জিয়াউর হৃসমান, মেজর জলিল সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের প্রচেষ্টায় মুক্তিযুদ্ধে বিজয় লাভ করা সম্বব হয়েছে। কিন্তু আওয়ামী লীগ বিগত ১৭বছর মুক্তিযুদ্ধকে তাদের শেখ পরিবারের একক দাবীদার হিসেবে এদেশের মানুষকে ওপর চাপিয়ে দিয়েছে। শেখ হানিসা, শেখ কামালেন জন্মদিনকে সরকারি ছুটি ঘোষনা করেছে ,তার মায়ের জন্মদিনকে সরকারি ভাবে পালন করেছে, শেখ মুজিবুর রহমানে জন্ম ও মৃত্যু দিন ৭ই মার্চকে সরকারি ছুটি ঘোষনা করে এদেশের সাধারণ মানুষের ওপর বিভিন্ন দিবস ঘোষানা করে চাপিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ৭ই মার্চের সরকারি ছুটি বাতিল করার কিছু সুশীল বুদ্ধিজীবি মায়া কান্না শুরু করছে। তিনি বলেন ৭ মার্চের ছুটি বাতিল মানে ৭ই মার্চকে অস্বীকার করা নয়, আওয়ামী লীগ সরকার ২০২০ সালের আগে ৯৬, ১৮ সালে ক্ষমতায় ছিলো তখনতো সরকারি ছুটি ছিলোনা। তিনি আরো বলেন, বর্তমান সংবিধান বাতিল করে ২৪ চেতনার আলোকে নতুন করে সংবিধান প্রনয়ন করার দাবী জানিয়ে বলেন তাকে করে আর কেউ ক্ষমতার অপব্যবহার করতে না পারে। ছাত্র-জনতার আন্দোলনের সেনবাগের ছাত্র প্রতিনিধি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আবু বক্কর ছিদ্দিকের র্কোআন তেলওয়ামে মাধ্য শুরু হওয়া ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা আরিফুল ইসলাম, হাফিজুল রহমান প্রমুখ।