ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্চাসেবকদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে শনিবার দুপুরে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্চাসেবকদলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।তিনি সড়কপথে ঢাকা থেকে আশুগঞ্জে পৌছেই তিনি দলের ভারপ্রাপ্ত ছেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত প্রথমেই লিফলেট বিতরণ।লিফলেট বিতরণ তিনি আশুগঞ্জের মুন্সি মাকেট থেকে শুরু করেন।আশুগঞ্জ বাজারের প্রতিটি দোকানে লিফলেট বিতরণ শেষে আশুগঞ্জ বন্দরের ধানের গালাতে শ্রমিকদের সাথে মাটিতে বসে শ্রকিমদের সুখদু:খের কথা শুনেন।এসময় শ্রকিরা কেন্দ্রীয় স্বেচ্চাসেকদলের সাধারণ সম্পাদক রাজিব আহসানকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। রাজিব আহসানের সাথে শ্রমিকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। রাজিব আহসান তাদেও কথা মনযোগসহকারে শুনেন।।সবশেষে তিনি নিজহাতে শ্রমিকদের মিষ্টি খাওয়ান। এ সময় রাজিব আহসান স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা একেবারে তৃনমুলে পৌছে দেওয়ার জন্য তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসেন।তিনি বলেন,বিএনপি জনগণের দল এবং জনগণকে সাথে নিয়ে আগামীতে দেশ পরিচালনা করতে চাই।তার জন্য বিএনপির তৃনমুল নেতাকর্মীদেরকে জনগণের সাথে সুসম্পর্ক তৈরী করার জন্য আহবান জানান।জনগণ যেভাবে চাই সেভাবে মানুষের মিশে দলকে গ্রহনযোগ্য করে তোলার কাজ করতে হবে।জনগণের সাথে সুসম্পর্ক তৈরীতে ব্যর্থ হলে দল নতুন করে নতুন নেতৃত্ব খোঁজ করবে।দ্রব্যমুল্যে নিয়ন্ত্রনে সরকারকে আগের সরকারের সন্ডিকেট ভাঙ্গতে হবে।এজন্য সরকারকে আমরা সহযোগিতা করছি এবং সহযোগিতা করব।তবে সরকারকে হাসিনা সরকারের সুবিধাভোগী আমলা এবং সিন্ডিকেট ভাঙ্গতে হবে।তার জন্য আরো কঠোর হতে হবে সরকারকে।তিনি বলেন আগামীর বাংলাদেশে কোন ভোদাভেদ থাকবে না। বেশী টাকা,কম টাকা এসবের কোন বৈশম্য থাকবে না। মোট কথা বিএনপি আগামীতে জনগণের ভোটে সরকার গঠন করলে সাম্যতার নতুন বাংলাদেশ গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।এসময় তার আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা বিভাগীয় স্বেচ্চাসেবকদলের টিম লিডার শফিক আহসান সোহান,আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান হাবিব,যুবদলের আজবায়ক মো.আলমগীর খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বচ্চাসেবকদলের আহ্বায়ক দিলীপ,সদস্য সচিব সালাউদ্দিন এবং আশুগঞ্জ উপজেলা স্বেচ্চাসেবকদলেল আহ্বায়ক মো.আতাউর রহমান বাবুল,যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব প্রমুখ।