বিগত সময়ে হাসিনার অত্যাচারে জাঁতি আল্লাহকে দোষারোপ করা শুরু করে ছিল, মানুষ বলেতে শুরু করেছে স্বৈরাচার হাসিনা আর কত হত্যা, গুম, নির্যাতন ও জুলুম করলে আল্লাহ তার বিচার করবে। অতঃপর আমরা চেয়ে ছিলাম হাসিনার পদত্যাগ কিন্তু আল্লাহ তাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। খুন করে, লুট করে, জুলম করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। পৃথিবীর কোন স্বৈরাচার চিরস্থায়ী হয়নি। বুক পেতে দেয়া মানুষকে হত্যা করা পৃথিবীর ইতিহাসে বিরল। এ দেশের মানুষেরা মুক্তির জন্য বারবার আন্দোলন করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ একবার স্বাধীন হয়েই তারা স্বাধীন, কিন্তু এদেশে ১৯৪৭ এবং পরে ১৯৭১সালে যুদ্ধ ও সংগ্রাম লড়াই করে স্বাধীন হয়ে আমরা মানচিত্র ও পতাকা পেয়েছি। এ স্বাধীনতাও আমাদের স্থায়ী হয়নি, ২০২৪ সালে আবার হাজার-হাজার মানুষের জীবনের বিনিময়ে দেশ আবার স্বাধীন হয়েছে, তাতেও আমরা পুরোপুরি স্বাধীন নয়। আজকে বাংলাদেশে নিত্যপণ্যের দাম বেশী, আইনশৃংঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ, বাংলাদেশ আজ বড় সংকটে। আজকে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা সৎ নেতৃত্বের সংকট। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর যারাই ক্ষমতায় এসেছে তারা মানুষের অধিকার হনন করে নিজেদের অর্থের পাহাড় গড়েছে। আমরা এদেশের মৌলিক পরিবর্তন করতে চাই। দল যে যাই করুক না কেন আমাদের কোন আপত্তি নাই। কিন্তু দলের পোষাক বদলে ৫৫ বছর পর দেশকে আবার সেই দুর্নীতি, চাঁদাবাজি, কানাডার বেগম পাড়ায় লক্ষ কোটি টাকা পাঁচার, বাস এস্টেন্ড দখল ও টেন্ডারবাজি চাই না। আমরা দুর্নীতিকে না বলবো। আমরা চাই জাঁতি একটি বার ঐক্যবদ্ধ হবে। সবাই মিলে দেশকে একটি সৎ, যোগ্য দুর্নীতি মুক্ত ও মানুষের আমানত রক্ষাকারী একটি দলকে ক্ষমতায় বসিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি। আমরা এ নেতৃত্ব নাঙ্গলকোট থেকে শুরু করবো। আপনি যে দলই করুন অসৎ নেতৃত্বকে কখনও ভোট দিবেন না। হাজার-হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা সকল মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি। ফ্যাসিবাদ, স্বৈরাচার, সন্ত্রাসবাদ কখনও গণতন্ত্র হতে পারেনা। যারা এর সাথে জড়িত তাদের নির্বাচন করার অধিকার থাকতে পারেনা। তারা যদি আবার ক্ষমতায় আসে স্বৈরশাসন কায়েম করবে। যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে। জামায়াত নেতাদের বিচারের নামে হত্যায় যারা জড়িত সেই বিচারক ও তাদের পিছনে থেকে যারা ইন্দন দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে শনিবার দুপুরে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জামায়াত নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। জামায়াতে ইসলামি নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামি ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত। জামায়াতে ইসলাম নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান ও পৌরসভা সেক্রেটারি হারুনুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ এ.কে.এম সারওয়ার উদ্দিন ছিদ্দিকী, জামায়াত নেতা ড. দেলোয়ার হোসাইন, পৌরসভা আমীর মাওলানা এস.এম মহি উদ্দিন প্রমূখ।