পটুয়াখালীর বাউফলে বগা ইউনিয়ন যুবদল নেতা ও ওয়ার্ড সভাপতি মনির মৃধা হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ও তার ছেলে যুবলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানসহ অন্যান্ন আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন নিহতের পরিবার, উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা। শনিবার(১৯ অক্টোবর)বেলা ১০টার দিকে উপজেলার বগা বন্দরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সাথে দেলোয়ার ও জলিল মুন্সি হত্যা মামলায় সাজা স্থগিত আদেশ বাতিলের দাবি করা হয়। উল্লেখ্য ২০১৩ সনের ৫ আগস্ট তৎকালীন বিএনপি নেতা ও সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারের ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে হামলার শিকার হন যুবদল নেতা মনির মৃধা ও তার শ্যালক জাকির হোসেন। ৯ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন মনির মৃধা। এ ঘটনায় ১২ আগস্ট নিহতের শ্যালক মুহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেড আদালতে (সিআর ৪৩৫/১৩) উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে প্রধান আসামি করে ১৮ জন নামীয় ও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. গণি সিকদার, সদস্য কামাল মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, বগা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাবুল সিকদার, বগা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সামসুল হক সন্যামত, বগা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনিস মৃধা, যুবদল নেতা রিয়াজ মাহমুদ, কাজী ইলিয়াস, মাসুদ সিকদার ও শামিম মৃধা প্রমূখ। এ ছাড়াও নিহত যুবদল নেতার স্ত্রী শাহিনুর, মেয়ে সুমাইয়া আক্তার স্বর্ণা, নিহত দেলোয়ার- জলিলের চাচা কাদের মুন্সি, দেলোয়ারের ছেলে ইনজামুল হক দোলন ও জলিল মুন্সীর ছেলে সাদনাম সাকিব প্রমুখ।