নওগাঁর মহাদেবপুরে পোষ্ট অফিস মোড় বণিক কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এ উপলক্ষে স্থানীয় একটি মার্কেটে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান চৌধুরী দুলাল এবং উপজেলা জামায়াতের আমির আবদুল আজিজ সুমন এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নুর ইসলাম সেন্টু এতে সভাপতিত্ব করেন। পোষ্ট অফিস মোড় এলাকার ৫০ জন ব্যবসায়ী এতে উপস্থিত ছিলেন। সভায় আলোনার পর সর্বসম্মতিক্রমে শেখ সাজ্জাদুল ইসলাম বাবুকে সভাপতি, মোস্তাফিজুর রহমান নয়নকে সাধারণ সম্পাদক ও আবদুল কাদেরকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।