২০১৩ সালে হরতাল চলাকালে ভাংচুর, অগ্নিসংযোগ ও বাইসাইকেল চুরির ঘটনায় দুজন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রংপুর জেলা মক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আতিয়ার রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল ইসলাম প্রধান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সুলতান আহম্মেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সাধারন সম্পাদক রওশন জামিল, আবু মুছা প্রমুখ বক্তব্য দেন। জানা গেছে, ২০১৩ সালে উপজেলার পশ্চিমদেবুতে হরতাল চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা এতে বাঁধা দেন। এই ঘটনায় গত ১৩ অক্টোবর ২৬ জনকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন পারুল ইউনিয়ন জামায়াতে সেক্রেটারী রোকনুজ্জামান রোকন। ওই মামলায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাবু হাজী ও তাদের পরিবারের সদস্যদের আসামি করা হয়। মানববন্ধনে বক্তাগণ বীর মুক্তিযোদ্ধাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সুষ্ঠু তদন্ত দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাদের নামে ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। মামলাটি তদন্তনাধীন রয়েছে।