নেত্রকোনার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের চন্দ্রডিংগা নামক এলাকায় পাহাড়ের পাদদেশে খোলা জায়গায় যৌন পীড়নের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, কলমাকান্দা থানায় একজন ভুক্তভোগীর মা বাদি হয়ে এ মামলাটি করেন। আটককৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের শিংকাটা গ্রামের মো. হাবিজ উদ্দিনের ছেলে মো. হেলাল মিয়া (২৭) ও একই গ্রামের মো. জমির আলীর ছেলে মো. মিজানুর মিয়া (৩৫)। বাদী তার এজাহারে বলেন, উপজেলার রংছাতি ইউনিয়নের চন্দ্রডিংগা নামক এলাকাটি ভারত সীমান্তবর্তী পাহাড়ীয়া এলাকা। যাহা পর্যটনের ন্যায়। এলাকাটি খুব সুন্দর ও মনোরম পরিবেশ থাকায় এখানে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন দেখার জন্য ছুটে আসেন। বুধবার বিকেলে তার কন্যা তার সমবয়সী বন্ধু বান্ধবীদের সাথে চন্দ্রডিংগা যায়। পাহাড়ী মনোরম দৃশ্য দেখতে ঘুরাঘুরি করছিল সবাই। এ সময় স্থানীয় বখাটে দুই যুবক ভুক্তভোগীকে একা পেয়ে কু-প্রস্তাব দেয়। ভুক্তভোগী রাজী না হওয়ায় হাত ধরে টানাটানি করে যৌনপীড়ন এবং শ্লীলতাহানি ঘটনায়। ঘুরতে আসা অপর এক যুবকের চিৎকারে স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি পাঁচগাও বিওপির টহলরত সদস্যরা মো. হেলাল মিয়া ও মো. মিজানুর মিয়াকে আটক করে। পরে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন বিজিবি।