সেনবাগে কাদরা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার) বিকেলে কাদরা ইউপির নজরপুর টুংকু আবদুল রহমান মেমোরষ্টিয়াল একাডেমির মাঠে ,কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম হোসেন শাহীনের সভাপতিত্বে ও ইউপি জামায়াতের সেক্রেটারি আবু শাকের মিজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সায়েদ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এয়াছিন করিম, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ হানিফ, পৌরসভ্ াজামায়াতের আমির এয়াছিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা দ্বীন মোহাম্মদ, গোলাম হায়দার সোহেল, শেখ বদরুল হাছান মামুন, সামছুদ্দিন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পাটোয়ারী, ছাত্রশিবিরের সেনবাগ সদর থানার সভাপতি আবু বক্কর ছিদ্দিক সুজন সহ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিরা সভায় বক্তব্য রাখেন।