গজারিয়া বাউশিয়া ইউনিয়নে মধ্যবাউশিয়া সুপার কাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
শুক্রবার বিকেলে মধ্যবাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এই জাঁকজমক সুপার কাপ ফুটবল ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন প্রধান অতিথি আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান (সাবেক সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিভাগ)।
উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন। সভাপতি হিসেবে উপস্থিত আছেন আবদুল আহাদ মাস্টার (সাধারণ সম্পাদক বাউশিয়া ইউনিয়ন বিএনপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বোরহান উদ্দিন ভূঁইয়া যুগ্ন আহবায় উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মকবুল আহমেদ রতন যুগ্ন আহ্বায়ক গজারিয়া উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুসা সরকার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গ ভাই। অতিথি হিসেবে উপস্থিত আছেন গোলাম মোস্তফা মিন্টু সদস্য উপজেলা বিএনপি।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভালো এই খেলাধুলার আয়োজন বেশি বেশি করে করা উচিত কারণ যেভাবে ছাত্র ছাত্রীরা মোবাইলের দিকে জুকেছেন তার থেকে পরিত্রান পাওয়ার একটাই উপায় খেলাধুলা তাই বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে তাহলেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে
বিজয় দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার উঠিয়ে দেন।