সাতক্ষীরায় পুলিশের সহায়তায় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর তালা উপজেলার ধানদিয়া, সদরের পৌর ৬নং ওয়ার্ড ও আশাশুনির সদর ইউনিয়নে ১টি করে মোট ৩টি শিশুর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার সকালে থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধ্যায় এ বাল্যবিবাহ ৩টি বন্ধ করা হয়।
সাতক্ষীরা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বলেন, শুক্রবার বেলা ১১টায় তালা উপজেলা ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি গ্রামের মিলন বৈরাগী ১৭বছরের কিশোরী কন্যা সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে পার্শ্ববর্তী যশোর জেলার ঝিকরগাছা উপজেলা গদখালী এলাকার সুশীল সরকারের ছেলে রিপন সরকারের সাথে বিবাহ ঠিক করে, অন্যদিকে আশাশুনি উপজেলার পারবাউগুলি-শ্রীকলা গ্রামের শেখ আনিসুর রহমানের ১৪ বছরের শিশু কন্যা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীকে শুক্রবার দুপুরে ছোট পরিসরে বিবাহের আয়োজনে একই সময়ে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বাঁকাল গ্রামের নূর ইসলামের ১৫ বছরের কিশোরী কন্যা মাধ্যমিক বিদ্যালয় ৯ম শ্রেণির ছাত্রীর বিবাহে বেশ আড়ম্বরপূর্ণ আয়োজন করে।
এসকল বিষয়ে সাতক্ষীরা জেলা ও উপজেলা প্রশাসনে জানানো হলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপণ্ডপরিচালক নাজমুন নাহারের নির্দেশনায় তারা সহকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ বাহিনীর সহায়তায়।
সদরের পৌর বাঁকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার উপস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে মুচলেকা দেয় কন্যার পিতা, তালা ও আশাশুনিতেও কন্যাদ্বয়ের পিতা মুচলেকা দেয় মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছে।