হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক ব্সায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পাঁচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে মনতলা৷ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মনতলা বাজারে আলমগীরের দোকানের সামনে অভিযান চালিয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলার টেক পাড়া গ্রামের মৃত নারায়ন চন্দ্র দাসের ছেলে উজ্জ্বল দাস (৪০) একই এলাকার মৃত ফালু মিয়ার ছেলে কিরন মিয়া(৩২)কে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।