আশাশুনি উপজেলার খরিয়াটি নতুন বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামাত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেন।
দরগাহপুর ইউনিয়ন আমীর প্রভাষক আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামাতের সদস্য এবং শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুর্তাজা। অনুষ্ঠানে দর্গাপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওঃ জাকির হোসেন, সাবেক সেক্রেটারি প্রভাষক আবদুর রাজ্জাক, প্রভাষক সাইদুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দলিল উদ্দিন গাজী, আসাদুল ইসলাম, বুলবুল আহমেদ, আমানুল্লাহ হোসাইন, জহরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।