আশাশুনি উপজেলার কাদাকাটি হাজীহাট বাজারে সমাজসেবা ও সাহায্য ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হাজীরহাট বাজার চান্নিতে সন্ধ্যা ৬ টায় এসভা অনুষ্ঠিত হয়।
কাদাকাটি বালিকা বিদ্যালয়র প্রধান শিক্ষক একলাছুর রহমানের সভাপতিত্বে সভায় শিক্ষক আজমুল হুদা পিন্টু, শিক্ষক ইকরামুল হক, সাবেক মেম্বার আবু হাসান বাবু, কাদাকাটি ইউনিয়ন বিএনপি'র সভাপতি তুহিনুল্ল্যাহ তুহিন, :ব্যবসায়ী বদর উদ্দিন প্রমুখ আলোচনা রাখেন। সভায় কাদাকাটি, কুল্যা ও দরগাহপুর ইউনিয়নের বন্যা প্লাবিত অসহায় মানুষের সাহার্য কল্পে ফাউন্ডেশন কি কি কাজ করবে এবং ত্রাণ বিতরণ সম্পর্কে আলোচনা করা হয়।