আশাশুনি উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের সাথে ছাত্র শিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময় কালে উপজেলা ছাত্র শিবিরের উত্তর থানা শাখার সভাপতি মোখলেসুর রহমান, সেক্রেটারি আবদুস সালাম, মিডিয়া সম্পাদক মেহেদী হাসান, কলেজ সম্পাদক ফয়সাল হোসেন, পাঠাগার সম্পাদক জুয়েল রানা, ছাত্র কল্যাণ সম্পাদক ইসানুর রহমান, ক্রীড়া সম্পাদক আবু মুসা সোলাইমান প্রমূখ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে কেন্দ্র ইনচার্জ জাহাঙ্গীর হোসেন আইনশৃঙ্খলা রক্ষার্থে ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে পাশে থাকার আহ্বান জানান। শিবিরের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন বলে জানান। এ সময় শিবিরের পক্ষ থেকে ইনচার্জকে বই উপহার দেওয়া হয়।