আশাশুনি উপজেলার পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ কুদ্দুছ আলী মোড়ল।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে একজন বিদ্যোৎসাহী সদস্য নির্বাচনের জন্য বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয়ে ৪ জন অভিভাবক সদস্য, ৩ জন টিআর সদস্য ভোট প্রদান করেন। বিদ্যোৎসাহী সদস্য পদে দু'জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থী মোঃ কুদ্দুছ আলী মোড়ল ৭ ভোট (সব কয়টি) পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রধান শিক্ষক বিরাজ মোহন রায় জানান, ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও মহোদয় ও পদাধিকার বলে সদস্য প্রধান শিক্ষক (আমি) ভোট দানে বিরত ছিলাম। প্রার্থীরা সমান সংখ্যক ভোট পেলে আমাদের ভোট দানের প্রয়োজন পড়তো। বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন কার্যক্রম চলাকালে অভিভাবক সদস্যবৃন্দ, পশুপতি রায়সহ টিআর সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ, আঃ সাত্তার গাজীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।