চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় গত ১৬ দিনে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত দশজন।
জানা যায়, দেশে গত সাড়ে ৫ বছরে (২০১৯ থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত) ৩২ হাজার ৭৩৩টি দুর্ঘটনায় ৩৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৩ হাজারের বেশি মানুষ। এসব দুর্ঘটনায় ৮৭ হাজার ৮৮৪ কোটি ১২ লাখ টাকার মানবসম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন নামক একটি সংগঠন। দেশের সড়ক-মহাসড়কে এমন অনেক দুর্ঘটনা ঘটে, যেগুলোকে দুর্ঘটনা না বলে হত্যাকা-ও বলা যায়। বেপরোয়া গতি, প্রতিযোগিতা করে গাড়ি চালানো, গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলাসহ বহু অনিয়ম ঘটে রাস্তায়। যেসব কারণে রাস্তায় মৃত্যুর মিছিল লেগেই থাকে।
বর্তমানে সড়ক দুর্ঘটনার পেছনে অন্যতম কারণ হলো অকার্যকর সড়কপথ। যার কারণে প্রচুর যানবাহন সড়ক দুর্ঘটনার মতো অস্বাভাবিক মৃত্যুর মুখে ঝুঁকে পড়ছে। সড়কের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি এবং তাদের জবাবদিহিতার অভাবে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে বলে মত সচেতন মহলের।
তারা বলেন, হাটহাজারীর বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন গাড়ির ছড়াছড়ি দেখা যায়। পরীক্ষা করার মতো অফিস থাকলেও কার্যকর ব্যবস্থা আইন প্রয়োগ করতে দেখাই যায় না। অনৈতিক লেনদেন ও রাজনৈতিক প্রভাবেরর কারণে সব পার পেয়ে যায়। সড়কে এখনো অসংখ্য ফিটনেসবিহীন গাড়ি চোঁখে পড়ে। তবে ফিটনেস না থাকলেও অনেক গাড়ি ফিটনেস সার্টিফিকেট পেয়ে যায় অদৃশ্য উপায়ে। চোঁখের দেখাতেই দিয়ে দেওয়া হয় ফিটনেস সার্টিফিকেট। চালকরা ঘরে বসেই পেয়ে যান ড্রাইভিং লাইসেন্সও। আবার অসংখ্য চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান। অনেকেই গাড়ির হেল্পার থেকে চালক হয়েছে। তাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। লেখাপড়াও নেই তেমন। অনেকেই অশিক্ষিত। কোনোরকমে নামদস্তখত করতে পারে। অথচ সিন্ডিকেটের মাধ্যমে তাদের হাতেও চলে আসে অরিজিনাল লাইসেন্স। আবার টোকেন বানিজ্যের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস এমনকি কোনো কাগজপত্র ছাড়াও সড়কে চলছে অসংখ্য যানবাহন, যেনো দেখার কেউ নেই।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় হাটহাজারী ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়কে গত মঙ্গলবার ১৫ অক্টোবর উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ চারিয়া মাদ্রাসার সামনে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাহবুব সওদাগর বাড়ীর কাঠ মিস্ত্রি আলমগীরের পুত্র মোহাম্মদ আজওয়াদ (১৩) প্রকাশ মাহিন নামের এক মাদ্রাসা শিক্ষার্থী, গত ১২ অক্টোবর মাইজভান্ডার দরবার শরীফ থেকে রাউজান নিজ বাড়িতে ফেরার পথে বুড়িপুকুর পাড় এলাকায় নাজিরহাটমুখী "মা মনি এন্টার প্রাইজ" নামক বাসের সাথে নিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাউজান উপজেলার সাতলংগা এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র ইমন হোসেন (১৭), গত রোববার ১৩ অক্টোবর রাতে ওই সড়কের মুহুরীহাট এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ইছহাক মিয়ার পুত্র মো.জুয়েল (২৯),এবং গত মঙ্গলবার ১ অক্টোবর পৌরসভার মেডিকেল গেইট এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় নাজিরহাটমুখী অবৈধ চাঁদের গাড়ীর ধাক্কায় গুরুতর আহত হবার প্রায় এগারো দিন পর গত শনিবার ১২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে পৌরসভার আব্বাসিয়ারপুল সংলগ্ন এলাকার মৃত রফিকের স্ত্রী নুর জাহান (৭০) নামের এক বৃদ্ধা সহ মোট চার জনের মৃত্যু হয়েছে।
সচেতন মহল বলছেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো যানবাহনের অতিরিক্ত গতি, সড়কের সাইন-মার্কিং-জেব্রা ক্রসিং চালক এবং পথচারীদের না মানার প্রবণতা, যথাস্থানে সঠিকভাবে ফুট ওভারব্রিজ নির্মাণ না করাসহ রাস্তায় হাঁটা ও পারাপারের সময় মোবাইল ফোনে কথা বলা ও সড়কের ওপর হাটবাজার গড়ে তোলা ইত্যাদি কারণে পথচারীরা সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে মারা যাচ্ছেন।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম বলেন, প্রায় প্রতিদিনই সড়কটির কোথাও না কোথাও দূর্ঘটনা ঘটেই। এতে অনেকেই নিহত আহত হচ্ছেন দীর্ঘদিন ধরে। গত মাদ্রাসার সামনে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অটোরিকশার চালকদের মধ্যে বেশির ভাগের লাইসেন্স নাই, ট্রাফিক নিয়ম নিয়ে তাঁদের কোনো ধারণা নেই। এই মহাসড়ককে তিন লেন থেকে চার লেনে প্রশস্ত করে ডিভাইডার দিলে দুর্ঘটনা অনেকটাই কমে আসতে পারে জানিয়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে দূর্ঘটনা রোধে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
স্থানীয়রা বলেন, সড়কে বেপরোয়া গতিতে গাড়ী চলাচল করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। বিশেষ করে, সড়কটি সম্প্রসারন হওয়ার পর থেকে সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়েই চলেছে। তাই তারা অতিদ্রুত সময়ের মধ্যে হাটহাজারী ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়কটিতে সড়ক বিভাজক দিয়ে দূর্ঘটনা রোধ করে মৃত্যুর মিছিল থামানোর জোর দাবী জানিয়েছেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান জানান, সিএনজি চালিত অটোরিকশা মালিক ও বাস মালিকসহ শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে অতীতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের কঠোর তদারকি, যথোপযুক্ত ব্যবস্থা নেওয়াসহ সচেতনতায় কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।