বগুড়া সারিয়াকান্দিতে যত্রতত্র ভাবে মাংস বিক্রির ঘটনা ঘটছে। এছাড়াও মাংসের নামে পঁচা বাসি মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইউএনও বরাবর অভিযোগ করা হয়েছে। সারিয়াকান্দি প্রধান সড়কে এমন ঘটনা ঘটছে।
অভিযোগে জানা গেছে," বগুড়া-সারিয়াকান্দি সড়কের সারিয়াকান্দি বাজার অংশে মূলত ফার্নিচারের কারখানা আছে এছাড়াও বিভিন্ন ধরনের কারখানা ও শো-রুম রয়েছে। জমজমাট ভাবে দীর্ঘদিন থেকে কারখানা ও শো-রুম চললেও কিছু দিন আগে থেকে দুজন মাংস ব্যবসায়ী মাংস বিক্রির দোকানঘর দিয়েছেন। যদিও পৌর এলাকার বাজারে নির্দিষ্ট স্থানে গরু ছাগল জবাই করার জায়গা রয়েছে। এরপরেও কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে এই মাংসের ব্যবসা করে যাচ্ছেন। পঁচা বাসি মাংস বিক্রির নিষেধ থাকলেও বিভিন্ন সময় রোগাক্রান্ত পশু জবাই করে আসছেন। এছাড়াও রাতের আঁধারে লোক চক্ষুর অন্তরালে মরা গরুর মাংস বিক্রির মতো গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয়রা এও বলেছেন, অসাধু মাংস ব্যবসায়ী এসব গুরুতর ঘটনা ঘটিয়ে আসছেন। পৌরসভা থেকে পশু জবাইয়ের পূর্বেই ডাক্তারী অনুমোদন নেওয়ার কথা থাকলেও তা নিচ্ছেন না অনেক মাংস ব্যবসায়ী। ভুক্তভোগী আলমগীর হোসেন ও ফারাজুল ইসলাম বলেছেন, আমরা এই কারণে সারিয়াকান্দি থেকে মাংস কিনে খাওয়া ছেড়েই দিয়েছি। এছাড়াও ফার্নিচারের শো-রুমের আসপাশ কোনো কিছুর তোয়াক্কা না করেই মাংসের দোকান চালিয়ে যাওয়ায় স্বাভাভিক পরিবেশ বিঘিœত হচ্ছে। মশা মাছির উপদ্রপে আসপাশের দোকান মালিক কর্মচারীদের তেষ্টা দায় হয়ে পরেছে। জনৈক লিটন বলেন,,কয়দিন আগে ইউএনও বরাবর একটি অভিযোগ দেওয়া হয়েছে। দৃশ্যত কোনো কাজের কাজ হচ্ছেনা। এ ব্যপারে ইউএনও মোঃ শাহরিয়ার রহমান বলেন, পৌরসভার কর্মকর্তাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। আশা করি তারা ব্যবস্থা নিবেন।