নীলফামারীর টুপামারী ইউনিয়নের মৎস্যজীবী দলের আহ্বায়ক তাহের গাটু পরকিয়ায় মক্ত হয়ে এক মা ও মেয়েকে নিয়ে এলাকা থেকে উধাও হয়ে গেছে। বর্তমানে তাদের কাউকে খ্ুঁজে পাওয়া যাচ্ছে না। এটি ঘটেছে জেলার টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামে। এ ব্যাপারে মেয়ের দাদি জাহেদা খাতুন বাদি হয়ে নীলফামারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায় টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের মোহাম্মদ আবু তাহের (৪৫) ওরফে তাহের গাটু পাশ্ববর্তী পলাশবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুল মতিন এর স্ত্রী জরিনা বেগমের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। দীর্ঘদিন জরিনা বেগমের সাথে পরকিয়া চলে আসছে তার। হঠাৎ জরিনা বেগম অসুস্থ হয়ে পড়লে তার মেয়ে দুই সন্তানের জননী রাশেদা বেগমের প্রেমে জড়িয়ে পড়ে তাহের। এক পর্যায় রাশেদা বেগম (২৪) কে নিয়ে অজানার উদ্েেদশ্যে পাড়ি জমায়।
এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মা মেয়ে ও তাহের গাটুকে পাওয়া না গেলে অবশেষে রাশেদার দাদি মোছাম্মৎ জাহেদা খতুন (৬২) বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় এলাকার লোকজন ওই যুবদল নেতার বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরে তার শাস্তি দাবি করেন।
এলাকার লোকজন জানান, ইতঃপূর্বে ওই নেতা এক হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার সম্ভ্রম হানি করার কারণে গ্রামের লোকজন তাকে সমাজ ছাড়া করেছিল। কিন্তু এবার প্রথমে মা এবং পড়ে মেয়ের সাথে প্রেম। শেষে পালিয়ে যাওয়া বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।