নীলফামারীর সৈয়দপুরে বিউটী পার্লার মালিক সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের তৃতীয় তলার নিজস্ব কার্যালয়ে ওই সভার আয়োজন ছিল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাসলিমা সরকার।
সভায় সাম্প্রতিক সময়ে শহরে নতুন প্রতিষ্ঠিত একটি বিউটি পার্লার অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করা হয়। এ ধরণে অপপ্রয়াসে চরম ভাবে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। অথচ ওই বিউটি পার্লারটি সমিতির সদস্যভুক্ত নয়। এমনকি এর ট্রেড লাইসেন্সও নেই। ওই বিউটি পার্লারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ভবিষ্যতে এ ধরণের অপকর্ম করা হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেন বক্তারা।
সভায় বক্তব্য রাখেন, সমিতির সদস্য বিউটিশিয়ান নুর আক্তার বীথি,শাহেবা, মঞ্জুয়ারা, নাসরীন, আঁখি, ফারহানা ইসলাম লুই, সামিহা নওশীন জাহান, বুশরা, সাবিহা খাতুন, রেশমা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক কোহিনুর লিপি।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাংবাদিক এম আর আলম ঝন্টু ও সাংবাদিক এম এ পারভেজ লিটন।