পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২ জেলেকে বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার চিড়াপাড়া সংলগ্ন সন্ধ্যা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃত জেলেরা হলেন উপজেলার চিড়াপাড়া গ্রামের রুবেল খানের ছেলে রাসেল খান (২৬)ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার আবদুল খালেক ডাকুয়ার ছেলে মিন্টু ডাকুয়া (২৫)। আটককৃতদের এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় জব্দকৃত জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, থানা পুলিশ ও নৌ পুলিশ সাথে ছিলেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরা, বিক্রি, সংরক্ষণ ও মজুদ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।