মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার সন্তোষপাড়া ইউএনও পার্কে শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দুই হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিরাজদিখান উপজেলা কর্মী সম্মেলনে উপজেলা আমির মাওলানা মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা মো. আ. জ. ম. রুহুল কুদ্দুস।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা মো. আবদুল আউয়াল জিহাদী, জেলা নায়েবে আমির মো. নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি মাওলানা এ, কে, এম ফখরুদ্দীন রাজী, জেলা কর্মপরিষদ সদস্য মো. শামিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মো. মুজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মো. সিরাজী, উপজেলা পশ্চিম ইসলামি ছাত্র শিবির সভাপতি মাওলানা নুরুল আমিন প্রমুখ।