পিরোজপুরে এক সাংবাদিকের বাসায় দিনের বেলায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বাসায় কেউ নাথাকার সুযোগে চোর বাসার সামনের দরজার হ্যাসবল কেটে ঘরের মধ্যে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক খোলা কাগজ, বণিক বার্তা ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফ মোস্তফার বাসায় বুধবার দুপুরের দিকে এ চুরি সংঘটিত হয়। এসময়ে তিানি পরিবারসহ ঢাকায় ছিলেন।
শুক্রবার ঢাকা থেকে ফিরে সাংবাদিক আরিফ জানিয়েছেন, তিনি পিরোজপুর শহরের ডিসি পাড়ার একটি দালানের তিন তলায় ভাড়া থাকেন। মঙ্গলবার পরিবারসহ ঢাকায় যান তিনি। বাসায় নাথাকার সুযোগে বুধবার দুপুরে তার ভাড়া বাসার সামনের দরজার হ্যাসবল কেটে চোর ঘরের মধ্যে ঢুকে স্টিলের আরমারী ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। চোর তার বাসায় ঢোকার আাগে তার সামনের ফ্লাটের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। ওই ফ্লাটের গৃহিনী দরজা খোলার শব্দ টের পেয়ে তার দরজার পিপহোল থেকে দেখতে পান সাংবাদিক আরিফের বাসার দরজা খোলা। তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়ায় তিনি বের হতে না পেরে ডাকচিৎকার দিলে চোরেরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাংবাদিক আরিফ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেননি।