গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম, সমীর রায়, গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জালাল দাঁড়িয়া, সদস্য সচিব মহাসীন উদ্দিন চাঁদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি তুহিন দাঁড়িয়া, সাবেক সভাপতি রুম্মান হোসেন রিমন, কোটালীপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদমান ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক বাইজীদ হাওলাদার, সাবেক আহ্বায়ক অপু মুন্সী, সাবেক সদস্য সচিব জোবায়ের রহমান বক্তব্য রাখেন।
গণঅধিকার পরিষদের কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জালাল দাঁড়িয়া বলেন, গণঅধিকার পরিষদ দেশের মানুষের অধিকার আদায়ের কথা বলে। এই দল দেশের সকল অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করবে।