নেত্রকোনার কলমাকান্দায় অলি হাসান সাগর তাপসি হিজড়া এর ডান হাতের কব্জি কেটে আলাদা করে ফেলার ঘটনায় আসামি মো. সাদ্দাম হোসেন (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বুধবার দিবাগত রাতে জেলার মদন থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি মো.সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম হোসেন (৩৭) এর বাড়ী জেলার মদন উপজেলার চানগাও মোড়লপাড়া গ্রামে। সে ওই গ্রামের আ. রহিমের পুত্র। আর ভুক্তভোগী অলি হাসান সাগর তাপসি হিজরা বাড়ীর একই এলাকায়।
এর আগে গত ২১ আগস্ট অলি হাসান সাগর তাপসী হিজরা নিজেই বাদী হয়ে স্বামী মো.সাদ্দাম হোসেনকে একমাত্র আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সুত্রে জানা গেছে, মো.সাদ্দাম হোসেন এর সহিত ও অলি হাসান সাগর @ তাপসী হিজরার কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তারা দুজন বেড়ানোর জন্য কলমাকান্দার পোগলা ইউনিয়নের গুতুরা বাজারে মমতা হিজরা ওরফে মোঃ মতি মিয়ার বাসায় আসেন। গত ১৪ আগস্ট মতি মিয়ার বাসায় অবস্থানকাললীন সময়ে বিবাহ বিষয়দি নিয়ে ঝগড়ার একপর্যায় স্বামী মো.সাদ্দাম হোসেন চাইনিজ কোড়াল দিয়ে তাপসী হিজরাকে লক্ষ করে কুব দেয়। এ সময় তাহার ডান হাতের কব্জি দু-খন্ড হয়ে পড়ে।