রামু উপজেলার দূর্গম পাহাড়ী জনপদ ডাকভাঙ্গা ও মৈষকুম গ্রামে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ শিক্ষা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন এর দাতা সংস্থা বেলজিয়াম বাংলাবাড়ি’র প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন- লুক, ক্যাটরিন, ড্যানিয়েল, ভেরোনিক, মার্ক, হেইডি, রিক ও নাওমি। বৃহষ্পতিবার, ১৭ অক্টোবর দিনব্যাপী প্রতিনিধি দলটি ডাকভাঙ্গা বাংলাদেশ এর এরিয়া অফিস, প্রধান কার্যালয়, ডাকভাঙ্গা বাংলাদেশ কর্তৃক পরিচালিত কচ্ছপিয়া ইউনিয়নের ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়, ভিলেজারপাড়া রওশন সরওয়ার শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র ও মনিরঝিল শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি ডাকভাঙ্গা বাংলাদেশ পরিচালিত এসব স্কুলের লিটল ডক্টরস, স্কুলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। বিকালে মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রি-প্রেজেন্টেটিভি মো. মাসুম বিল্লাহ খাঁন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার, রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, সহকারি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাশেদুল আনোয়ার, কনসালটেন্ট তৌহিদ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম রব্বানী খাঁন, রামু প্রেস ক্লাবের সহ সভাপতি কাজী এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক ছৈয়দ আলম, কাউয়ারখোপ ইউপি সদস্য হাসান তালুকদার, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদু শুক্কুর, প্রধান শিক্ষক রাবেয়া বেগম, মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজ্বী হাবিব উল্লাহ সিকদার, প্রধান শিক্ষক আবুল কালামসহ ডাকভাঙ্গা বাংলাদেশ এর সকল কর্মকর্তা, শিক্ষক-কর্মচারি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলজিয়াম প্রতিনিধি দলটি ডাকভাঙ্গা বাংলাদেশ এর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে সংস্থার কান্ট্রি রি-প্রেজেন্টেটিভি মো. মাসুম বিল্লাহ খাঁন সকল কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।